
KALMA LAKSHMIKANTA HIGH SCHOOL AND COLLEGE
EIIN-111115
News:
শিক্ষাই শক্তি, শিক্ষাই প্রগতি তথা শিক্ষাই সার্বিক উন্নতির চাবিকাঠি । মেধা ও প্রতিভা নিয়ে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের শেষ্ঠতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক, আর পিতামাতা হলো সন্তানের জন্য শেষ্ঠতম শিক্ষক। জন্ম নিলেই মানুস হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানবিজ্ঞান, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। তথ্য ও প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজও এখন প্রযুক্তির ডানায় ভর করে এগিয়ে চলছে সামনের দিকে।